১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শ্রী শ্রী জন্মাষ্টমী-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে শহরের আনন্দময়ী কালিমাতা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় হাজারো ভক্ত-অনুরাগী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। শহরজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রার পূর্বে কালিমাতা মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু এবং কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা।

বক্তারা বলেন, জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। শ্রীকৃষ্ণ মানবকল্যাণ, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। তাঁর জীবন ও আদর্শ আজও মানবসভ্যতার জন্য পথপ্রদর্শক। তারা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ধারণ করার আহ্বান জানান।

পরে শোভাযাত্রাটি শহরের কালিমাতা মোড়, বড়বাজার, শহীদ মিনার এলাকা, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাতে শঙ্খ, ঢাক-ঢোল, ঢাক-কার্তাল, ভক্তিমূলক সঙ্গীত, ধর্মীয় পতাকা ও শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রতীক নিয়ে ভক্তরা অংশগ্রহণ করেন। শিশু, কিশোর, তরুণ ও বয়স্কদের সমান অংশগ্রহণে পুরো শহর মুখরিত হয়ে ওঠে ভক্তি ও আনন্দধ্বনিতে।

স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জন্মাষ্টমীর অনুষ্ঠান সফল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top