আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল।
বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সর্বাত্মক কাজ করতে হবে।”
তারা আরও বলেন, “দলের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানোর আন্দোলনে সক্রিয় থাকতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিল, সহ-আইন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, সদস্য মো. আহসানুল্লাহ হাসান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম তুহিন।
এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।