ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গত ২০২৪-২৫ কমিটির বিদায় অনুষ্ঠান ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরল এক ঐক্য বিরাজমান, যা বিশ্ববিদ্যালয়কে অনন্য করে তোলে। গুচ্ছ থেকে বের হয়ে দ্রুত ভর্তি সম্পন্ন করে সবার আগে ক্লাস শুরু করাটাও জবির একটি অনন্য দিক। সাংবাদিকদের প্রধান ভূমিকা হলো বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য পরিবেশন, যা বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনেও সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার ইতোমধ্যে শুরু হয়েছে। আমাদের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও আমরা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যা আমাদের নৈতিক দায়িত্ব।
নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমান-এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ রইছ উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সদস্য সচিব ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং ক্রীড়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সভাপতিত্বে পরিচালিত হয় এবং সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ এর সঞ্চালনায় সম্পন্ন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও ছিলেন জবি প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক।
গত ৮ আগস্ট অনুষ্ঠিত জবি প্রেসক্লাবের নির্বাচনে মো. মেহেদী হাসান সভাপতি ও ইউছুব ওসমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ শাহরিয়ার হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে রিদুয়ান ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবু সুফিয়ান শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফাতেমা আলী, অর্থ সম্পাদক পদে সোহানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. লিমন ইসলাম ও জুনায়েদ মাসুদ নির্বাচিত হয়েছেন