মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ শরীফ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় প্রবল বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলামের ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র পুত্রসন্তান।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে শরীফ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন শরীফের পরিবার।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী মৃতের পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে যান। তারা বলেন, “একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। এ ঘটনার জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি।