১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে জমিয়তের কাউন্সিল সম্পন্ন: সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকালে মুরাদনগর বাজার জামে মসজিদে অনুষ্ঠিত এ কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াহইয়া ইউনুসী।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে প্রার্থী দেয়ার লক্ষ্যে সংগঠনটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক ও কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানী।

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ শাখার সেক্রেটারি মুফতি ইয়াকুব আলী এবং কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন।

এছাড়া মাওলানা মুফতি আবুল ফারাহ ফরিদী, মুফতি মহিউদ্দিন, মুফতি আতাউল হক, মাওলানা আবু হানিফ, মাওলানা আবু ইউসুফসহ উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top