মোঃসোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে এমপি মনোনয়ন প্রার্থী স.ম আফছার আলী পবিত্র মাজার জিয়ারত করেছেন। এসময় তিনি দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া শেষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে স.ম আফছার আলীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গণমানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে তৃণমূলের নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
প্রধান অতিথির বক্তব্যে স.ম আফছার আলী বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গার মানুষের অধিকার রক্ষায় রাজপথে যেমন আছি, ভবিষ্যতেও তেমনি পাশে থাকবো।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।