৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে প্রাইভেটকারসহ ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আবু হানিফ নামে এক যুবককে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক হ্যান্ডকাপ পড়িয়ে গাড়িতে তুলে ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে সড়কের পাশে ফেলে দেয়। ভুক্তভোগী যুবক আবু হানিফ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় সোমবার (১৮ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় জেলা গোয়েন্দা শাখার টিম রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলীর পাড়া গ্রামের সেলিম খানের বসতবাড়ি থেকে আসামী গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলীর পাড়ার আব্দুর রব খানের ছেলে সেলিম খান (৪০) কে গ্রেপ্তার করে।

এসময় আসামীর বসতবাড়ি থেকে তার হেফাজতে থাকা দস্যুতার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, ২ টি ওয়াকিটকি, ২টি স্টিলের চাপাতি ও নগদ ১০ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গত ৫ মে দুপুরে আবু হানিফ রাজবাড়ী সদরের আলাদীপুর থেকে চেকের মাধ্যমে ১ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে অটোরিকসায় করে বাড়ী ফিরছিল। রাজবাড়ী সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট এলাকার অদুরে ৪-৫ জন অটোরিক্সার গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার কাছে মাদক আছে বলে গাড়িতে উঠতে বলে। এ সময় তাদের গায়ে ডিবি পুলিশের পোশাক ছিল।

তখন অস্ত্র ঢেকিয়ে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে তার হাত, পা, মুখ বেঁধে ফেলে এবং ব্যাংক থেকে তোলা ১ লক্ষ টাকা ও মানিব্যাগে থাকা ১০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে মারধর করে শহিদওহাবপুর আখ সেন্টারের পাশের একটি নির্জন স্থানে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় গত ৮ মে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়। সে সোমবার আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top