মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে অনামিকা রায় (১৪) নামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার টুপামারি ইউনিয়নের ঢুলিয়া পাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনামিকা ওই এলাকার শ্রী অরবিন্দু চন্দ্র রায়ের মেয়ে এবং শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে পরিবারের লোকজন তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
টুপামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মছিরত আলী শাহ ঘটনাটি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।”
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৫৩, তারিখ-১৯/০৮/২০২৫) রুজু করা হয়েছে।
এদিকে হঠাৎ করে এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও প্রতিবেশীরা অনামিকার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পরিবারও এই অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন।