১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

বিএনপির পরিকল্পনা: জনগণের রায়ে নির্বাচিত হলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ ও খাল খননের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং পুনরায় খাল খননের কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

তারেক রহমান বলেন, “জনগণের রায়ে সরকার গঠিত হলে আমরা দেশকে বন্যা-খরা থেকে রক্ষা, কৃষকদের সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং মানুষের পানীয় জল সরবরাহের লক্ষ্যে ব্যাপকভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করব।” তিনি আরও যোগ করেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাংলাদেশকে পিছিয়ে রাখা যাবে না, তাই আমরা বিভিন্ন খাত চিহ্নিত করে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করেছি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দলের ভবিষ্যৎ রাজনীতিকে “জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি” হিসেবে আখ্যায়িত করেন। তিনি উল্লেখ করেন, “আমাদের লক্ষ্য কেবল কর্মসংস্থান সৃষ্টি নয়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাও同等重要। দেশ-বিদেশে সকল বাংলাদেশীর জন্য আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করব।”

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top