নিজস্ব প্রতিনিধি:
সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জেলার পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বিশেষ মনোযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সরকারের কাছ থেকে পাওয়া দায়িত্ব ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি জেলাবাসীর সেবায় কাজ করারও অঙ্গীকার করেছেন।
বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। তিনি সিলেটকে ‘প্রকৃতি কন্যা’ আখ্যায়িত করে বলেন, এখানের পরিবেশকে অক্ষুণ্ন রেখেই উন্নয়ন কাজ করা হবে। প্রকৃতি কন্যা যেন তার নিজস্ব সৌন্দর্য বজায় রাখতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, তিনি নিজে পরিবেশ বিষয়ে পড়াশোনা করেছেন, তাই পরিবেশের ক্ষতি না করে কিভাবে উন্নয়ন কর্মকাণ্ড চালানো যায়, সে বিষয়ে তিনি সচেতন। তিনি তার কার্যকালে সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, সবার সহযোগিতা পেলে তার সময়টা সুন্দরভাবে কাটবে বলে তিনি আশাবাদী।