২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

“প্লাস্টিক দিন পরিবেশ বান্ধব গাছ নিন” রাজশাহী কলেজে গ্রীন ভয়েসের ব্যতিক্রমী উদ্যোগ

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি :

“যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে” পরিবেশবাদী যুব-সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে “প্লাস্টিকের বোতল দিন পরিবেশ বান্ধব গাছ নিন” প্রতীকী স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমী সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুনের নেতৃত্বে কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বৃক্ষ রোপণে উৎসাহ প্রদানে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখা সাধারণ সম্পাদক মো. আশিক আলীসহ প্রমুখ।

এসময় রাবেয়া খাতুন বলেন, প্লাস্টিকের বোতল দিন পরিবেশ বান্ধব গাছ নিন” মূলত একটি প্রতীকী স্লোগান হিসেবে ব্যবহার করে সবার মাঝে প্লাস্টিকের ক্ষতিকর বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আমাদের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় শিক্ষার্থী মাঝে প্লাস্টিক বোতলের বিপরীতে ৩০০টি বিভিন্ন প্রজাতির গাছ আমরা বিতরণ করেছি। এছাড়াও তিনি বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং সবুজ পৃথিবী গড়ে তুলতে ভবিষ্যতে আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য কর্মসূচির আওতায় ৩০০টি বিভিন্ন পরিবেশ বান্ধব গাছ বিতরণ করা হয়। এর মধ্যে অর্জুন, পলাশ ফুল, বিদেশি শিমুল গাছ, শিউলি ফুল, কাঞ্চন ফুলসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল উল্লেখযোগ্য। এছাড়াও এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। আয়োজনের শুরু থেকেই তারা উৎসাহের সাথে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ নিতে ভিড় জমিয়েছেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী গাছ গ্রহণ করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top