২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

পবিপ্রবিতে বাহার বিবৃতিকে প্রত্যাখান করে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে টানা তিন সপ্তাহ ধরে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। সম্প্রতি বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বাহা) দেওয়া এক বিবৃতি প্রত্যাখ্যান করে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭ টায় শুরু হয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। বিক্ষোভে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আন্দোলনের বিরুদ্ধে বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন(বাহা) এক বিবৃতিতে জানায় কম্বাইন্ড ডিগ্রির দাবিতে কিছু শিক্ষার্থী আন্দোলন করছে এবং আন্দোলনের সাথে বাহা একমত-এই মর্মে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত গণভোটে দেখা গেছে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে ৯২ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। একইসাথে পবিপ্রবির শিক্ষার্থীরাও একযোগে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এই বিবৃতির প্রতিবাদে শিক্ষার্থীরা মশাল মিছিল এবং মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।

এসময় লেভেল ১ সেমিস্টার ১ এর শিক্ষার্থী নুর ইসলাম পিয়াস বলেন,”ভিসি স্যার আমাদের সাথে একাত্মতা প্রকাশ করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে কার্যকরী কোন পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের এই দাবি যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাব।”

লেভেল ৪ সেমিস্টার ১ এর শিক্ষার্থী শুদ্ধতা স্নেহা বলেন,”২১তম দিনে আমরা মশাল মিছিল করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ মিছিল চালিয়ে যাব। পাশাপাশি আমরা বাহার বিবৃতিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।”

উল্লেখ্য, গত সোমবার (৪ আগস্ট) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বাহাকে বর্জন  করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top