নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ইতিহাস গড়তে চলেছেন পাহাড়ের তিন কন্যা। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়া এই শিক্ষার্থীরা ভোটারদের কাছে ভোট চাইতে নিজেদের শিক্ষাঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। রাজস্থলী উপজেলার এই মেয়ে জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নারী শিক্ষার্থী হিসেবে সামনের সারিতে থেকে তিনি অত্যন্ত সাহসী ও যুগান্তকারী ভূমিকা রেখেছেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি নানা ধরনের হেনস্তা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হেমা চাকমা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার এই মেয়ে খাগড়াছড়ির পুজগাংমুখ বনশ্রী শিশু নিকেতন থেকে প্রাথমিক শিক্ষা এবং পুজগাংমুখ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেছেন।
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুর্মী চাকমা। তিনি তার প্রার্থিতা ঘোষণা করে বলেন, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তিনি যে স্বপ্ন লালন করতেন, তা বাস্তবে পাননি। তাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে চান। তার কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে ক্যাম্পাসে পর্যাপ্ত ক্যাফেটেরিয়া স্থাপন, ন্যায্য দামে ভালো মানের খাবার নিশ্চিত করা, প্রত্যেকটি অনুষদে সুপেয় পানির ব্যবস্থা করা এবং লাইব্রেরি ও কমনরুমগুলো স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা।