২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

উজিরপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলা মামলা এবং শ্রমিকদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মাহফুজুর রহমান, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলা, চাঁদাবাজী, মাদক সহ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় একটি বিক্ষোভ মিছিল পৌরসভার লঞ্চঘাট হইতে টেম্পুস্টান্ড হয়ে উপজেলা চত্বরে শেষ হয়। এ সময় প্রতিবাদ সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ীর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড এর সঞ্চালনায় বক্তৃতা করেন পৌর বিএনপির সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন, যুবদল নেতা সৈয়দ ইউসুফ হোসেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি এম মিজানুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান , সাংগঠনিক সম্পাদক ফোরকান বেপারি, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক বেপারি, পৌর মহিলা দলের সভাপতি শিল্পী খানম এবং সিমু আক্তার, নুপুর বেগম সহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও তাদের দোসরা এখনও সক্রিয়। ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। অতিদ্রুত শাহাদুজ্জামান কমরেড এর বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top