২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে World Mosquito Day পালন

জাকির হোসেন, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এন্টোমোলজি বিভাগের উদ্যোগে World Mosquito Day 2025 পালন করা হয়েছে। দিবসটি স্মরণে ক্যম্পাসে সচেতনতামূলক পোস্টার, ফেস্টুন ও লিফলেট প্রচার করা হয় এবং কর্মশালা ও র‌্যালির আয়োজন করা হয়।

মশা বাহিত রোগ থেকে সুরক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের নিয়ে দিবসটি পালন করা হয়। (১৯ আগস্ট, ২৫) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে ’এডিস মশা থেকে সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ। আরো উপস্থিত ছিলেন পবিপ্রবি পোস্ট গ্রাজুয়েট স্টাডিসের ডিন ও বিশিষ্ট কীটতত্ত্ববিদ প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইএসডিএম এর ডিন ও বিশিষ্ট কীটতত্ত্ববিদ প্রফেসর ড. মোঃ মহসিন হোসেন খান, এন্টোমোলজি বিভাগের প্রফেসর মোঃ হামিদুর রহমান, প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান ও ড. মোঃ মাহি ইমাম মোল্লা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্টোমোলজি বিভাগের চেয়ারম্যান ও কীটতত্ত্ববিদ প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান মিয়া (মুন্না)। তিনি বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলের মশার লার্ভার ঘনত্ব ও ডেঙ্গু রিস্ক নিয়ে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। শিক্ষার্থীদেরকে ডেঙ্গু থেকে সুরক্ষা পেতে ব্যক্তিগত সচেতনতা ও করনীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন।

আয়োজিত কর্মশালা ও র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ সদয় উপস্থিতিতে দিবসটি উদযাপনে ব্যাপক আগ্রহ ও উদ্দিপনার সৃষ্টি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদেরকে মশাবাহিত রোগ থেকে সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহনে তার বিভিন্ন পরিকল্পনার কথা বলেন এবং এন্টোমোলজি বিভাগকে ক্যাম্পাসভিত্তিক মশা নিয়ে গবেষনা করতে উৎসাহ প্রদান করেন। শিক্ষার্থীরা যেন ডেঙ্গু আক্রান্ত না হয় এজন্য লার্ভা দমনের বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, মশা দমনে আমাদেরকে যুগোপযোগী গবেষনা পরিচালনা করতে হবে। বিশ্ববিদ্যালয়কে ডেঙ্গুমুক্ত রাখতে ”ওলবাকিয়া ব্যাকটেরিয়া” দিয়ে মশার প্রজনন নিয়ন্ত্রন করতে প্রয়োজনীয় গবেষনা করা যেতে পারে বলে উল্লেখ করেন। অপর বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, ডেঙ্গু যে কতটা ভয়াবহ তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন, তাই আমাদেরকে ডেঙ্গু থেকে সুরক্ষা পেতে সকল পদক্ষেপ গ্রহন করতে হবে।

মশা বাহিত রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ২০ আগস্ট বিশ্ব মশা দিবস পালিত হয়। ১৮৯৭ সালের এই দিনে ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস সর্বপ্রথম স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে ম্যালেরিয়ার জীবানুর উপস্থিতি আবিস্কার করেন। তার এ স্মৃতিকে স্মরণীয় করতেই সারা পৃথিবীতে এই দিবসটি পালিত হয় ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top