২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে বালু বোঝাই ট্রাক্টরের শাখায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে রাশেদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী শহর থেকে বাড়ি ফেরার পথে বালু বোঝাই ট্রাক্টর চাকায় পিষ্ট হয় নিহত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কচুকাটা বন্দর পাড়া এলাকায় এ দু*র্ঘটনা ঘটে। নি*হত রাশেদুল ইসলাম কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে তারকাটা কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দুটি বালুবোঝাই ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধা*ক্কা খেলে তিনি সড়কে পড়ে যান। এসময় পিছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাকা তার উপর উঠে যায় এবং এই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃ*ত্যু বরণ করে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর সাঈদ সময়ের জানান, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ম*রদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের ম*র্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাক্টর আ*টক করা হয়েছে, তবে চালক পালাতক রয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মা*মলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top