মোহাইমিনুল হাসান,ক্যাম্পাস প্রতিনিধি:
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।শনিবার,২২শে আগস্ট ২০২৫ ইং- উপদেষ্টা পরামর্শক মণ্ডলীর সিদ্ধান্তক্রমে গঠিত নির্বাচন কমিশন এ তফসিল প্রকাশ করে।
নির্বাচন কমিশনের প্রধান কমিশনার নাজমুল খান সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ আগস্ট, যাচাই-বাছাই হবে ২৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট।
নির্বাচন কমিশন জানায়, ব্যালট পেপারে প্রার্থীদের নাম ও পদবী উল্লেখ থাকবে। ভোটাররা গোপন কক্ষে নির্ধারিত সিল ও আলাদা রঙের কালি ব্যবহার করে ভোট প্রদান করবেন।
উল্লেখ্য,সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি প্রতিবছর নির্বাচনের মাধ্যমে গঠিত হয়।