২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৯ জন দগ্ধ

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজের কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের নয় জন সদস্য গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে নারী ও শিশুসহ পরিবারের বিভিন্ন বয়সের সদস্য রয়েছেন।

দগ্ধদের তালিকায় রয়েছেন তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন এবং তাদের মা তাহেরা খাতুন (৬০)ও দগ্ধ হয়েছেন। সকল আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, তারা একটি টিনশেড বাড়িতে ভাড়ায় থাকতেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ যাওয়ায় সেখান থেকে গ্যাস লিক হয়ে বাড়িতে ছড়িয়ে পড়ে। রাতে আগুন ধরে গেলে বাসাটি পুড়ে যায় এবং সকলেই দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার নিশ্চিত করেন যে নয়জন আহতকে ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “সবার অবস্থাই গুরুতর এবং প্রত্যেকের দগ্ধতার পরিমাণ নির্ধারণ করা হচ্ছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top