২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেই দেশে ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে -মাওলানা তাজুল ইসলাম হাসান

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:

ফ্যাসিস্ট পরবর্তী সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে সকল অনিয়ম, বৈষম্য দুর করে দেশকে ইনসাফ ও শান্তির দেশ রুপে গড়ে তোলা। দুর্নীতিমুক্ত সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব বাছাই করে তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া। এজন্য প্রয়োজন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। আমরা বিগত ৫৪ বছরে অনেককে ক্ষমতায় বসিয়েছি। কিন্তু তাদের কৃত ওয়াদা ও বাস্তবিক কার্যক্রম ছিল ভিন্ন মেরুতে। তাই ২৪’র বিপ্লব পরবর্তী বাংলাদেশের সাধারণ জনতা এখন সচেতন। আমরা চাই সিলেট-১ (মহানগর ও সদর) আসনকে স্বপ্নিল আঙ্গিকে সাজাতে এবং বাংলাদেশে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেই ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করতে।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট-১ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান প্রধান বক্তা হিসাবে প্রদত্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার (২২আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে উক্ত দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান। মহানগর সেক্রেটারি মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাঃ এ এ তাওসিফ ও কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। সমাবেশে সেপ্টেম্বর-ডিসেম্বর ডিটেইল ইলেকশন প্লান উপস্থাপন করেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব- মাওলানা মনজুরে মাওলা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগরী শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, ডাঃ ফয়জুল হক, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা গোলাম রব্বানী। আরো বক্তব্য রাখেন মাওলানা শিব্বির আহমদ, কে. এম রফিকুজ্জামান, মাসুদ আহমদ, মাওলানা জুনায়েদ আহমদ, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, মাওলানা সেলিম হোসাইন, হাফিজ মাওলানা জাকারিয়া আল-হাসান, মুহাম্মদ মিজানুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক ইমরান, মাওলানা আ খ ম লোকমান, ইঞ্জিনিয়ার কাওসার আহমদ, মাওলানা নেজাম উদ্দীন ও মাওলানা মোশাররফ হোসাইন।

সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর থানা, ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন ভিত্তিক ব্যাপক দাওয়াত ও গণসংযোগ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বশীলদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top