২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

জাতি শহীদ জিয়াউর রহমানে’র অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে-আনিসুর রহমান আনিস

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি :

শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানই ছিলেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম মহানায়ক। তিনি শুধু জীবন বাজী রেখে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষনাই দেননি, বরং সম্মুখ সমরে বীরত্বের সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছেন।জাতি শহীদ জিয়াউর রহমানের অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তিনি জিয়াউর রহমানের সুযোগ্য উওরসুরী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জণগনের মাঝে পৌঁছে দেবার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। ২২ আগষ্ট শুক্রবার রাত ৮ টায় রাজধানীর যাএাবাড়ী,মীরহাজারীবাগ ও দয়া গঞ্জে তারেক রহমানের ৩১দফা সম্বলিত লিফলেট জণগনের মধ্যে বিতরণ উপলক্ষে আয়োজিত ৩ টি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত এ লিফলেট বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো:মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগরীর নেতা মাসুদ রানা (নান্নু), ইঞ্জিনিয়ার মো:মাহবুব হোসেন, বিএনপি নেতা মো:রুহুল আমীন,আব্দুল মালেক, বাউফল যুবদল নেতা মৃধা মোহাম্মদ তারেক রহমান,জহিরুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাএদলের যুগ্ম আহবায়ক মো: শিহাব উদ্দিন সৌরভ,সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন,নওমালা আব্দুর রশীদ খান ডিগ্রী কলেজ শাখা ছাএদলের সিনিয়র সহ- সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।পরে আনিসুর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল দয়াগঞ্জ, যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top