২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এ সম্পর্কিত আরও খবর

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ (রার্ক) খুলনা জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা ও কার্যালয়ের উদ্বোধন কাজী রিয়াজ, তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ (রার্ক) খুলনা জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা ও কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় নগরীর পুষ্পবিলাস হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর (অব.) ডাঃ হাবিবুর রহমান। আলোচনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সার্জেন্ট দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মনিরুজ্জামান লেলিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট মোঃ কিবরিয়া, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট মোঃ আবু বাকী, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট কাজী রিয়াজুল ইসলাম, বাদশা মীর, অনারারি ক্যাপ্টেন মাহবুব উল আলম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আঃ সালাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন খুলনা জেলা সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুস সালাম, খুলনা মহানগর সাধারণ সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার নওশের আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জহিরুল হক, সার্জেন্ট শাকের অভি, সার্জেন্ট ইকরামুল হকসহ আরো অনেকে। এর আগে শিববাড়ী মোড়ে ১৭০/এ খান কোট বিল্ডিংয়ে রার্ক খুলনা জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ন্যায্য অধিকার আদায়, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা ও সম্মান রক্ষায় রার্ক নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও সংগঠন এ কার্যক্রম আরও বেগবান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি তবুও জমে উঠছে বৃক্ষমেলা

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :

“সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্য নিয়ে গত ২০ আগস্ট মেলার উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে মেলাটি, চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। গাছপ্রেমী ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ, যদিও মাঝেমধ্যে বর্ষণের কারণে ব্যাঘাত ঘটছে স্বাভাবিক কার্যক্রমে।

মেলার তৃতীয় দিনে, রবিবার (২৪ আগস্ট) সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার বিভিন্ন নার্সারির উদ্যোক্তারা ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা নিয়ে অংশ নিয়েছেন। আম, লিচু, কাঁঠালসহ দেশি ফলগাছের পাশাপাশি রয়েছে দুষ্প্রাপ্য ও সৌন্দর্যবর্ধক নানা প্রজাতির গাছের সমাহার। ক্রেতাদের আগ্রহও লক্ষ্য করা গেছে।

সাতক্ষীরা নার্সারির স্বত্বাধিকারী মোঃ রুহুল কুদ্দুস জানান, “শুরুর দিকে ভিড় ভালো থাকলেও বৃষ্টির কারণে দর্শনার্থীর সংখ্যা কমে গেছে। যার প্রভাব পড়ছে বিক্রিতে। জমজমাট হতো যদি বৃষ্টি না হতো।”

অন্যদিকে, জাহাঙ্গীর নার্সারির মালিক মোঃ আঃ রশিদ খা বলেন, “মেলা এখনও পুরোপুরি জমে না উঠলেও প্রতিদিন ভালো সংখ্যক গাছপ্রেমী আসছেন। সাধারণত শেষের দিকে বেচাকেনা বেশি হয়।”

এদিকে ফ্রেন্ডশিপ স্টলেরর প্রতিনিধি মো: আসাদুল হাসান বলেন, বাংলাদেশর উপকূলীয় এলাকায় নদীর চড়ে ম্যানগ্রোভ বনায়ন করা হচ্ছে, যাতে করে বাঁধ না ভাঙে,বেড়িবাঁধ রক্ষা,পরিবেশের ভারসাম্য বজায় থাকে, মানুষে জীবন জীবীকায়ন বৃদ্ধি পায় ও দুর্যোগ ঝুঁকি হ্রাস হবে সে লক্ষ্যে জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে এমন উদ্যোগ সমাজে সচেতনতা ছড়াতে ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে ফ্রেন্ডশিপ সংস্থা বৃক্ষমেলা কর্মসূচিতে অংশ নিয়ছে।

মেলার অন্যতম আয়োজক ও তত্ত্বাবধায়ক, সাতক্ষীরা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুক বিল্লাহ বলেন, “এই মেলায় সুলভ মূল্যে ফলজ, বনজ ও ফুলের চারা বিক্রি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে গাছ সংগ্রহ করতে পারেন। গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, আর্থিকভাবে সচ্ছলতাও এনে দিতে পারে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বৃষ্টির কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও আয়োজক ও বিক্রেতারা আশাবাদী, মেলার শেষ দিকে বাড়বে ক্রেতা ও বিক্রির পরিমাণ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top