২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই যুবক। রোববার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনা মুহূর্তেই এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে,দুপুরের দিকে দ্রুতগতির দুটি মোটরসাইকেল সানিয়াজান বাজার সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় চালক ও আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে,মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করার সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তাদের মতে, অতিরিক্ত গতি ও অসতর্ক চালানোই এই দুর্ঘটনার মূল কারণ। তাদের দুজনের পরিচয় পাওয়া যায়নি তবে তাদের বাড়ী নীলফামারী জেলায়।

হাতিবান্ধা হাইওযে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার বাংলাদেশ কে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, নিহতদের নাম-পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারের কান্নায় ভেঙে পড়েছে পরিবেশ। এলাকাবাসী মনে করছেন, সড়কে নিয়ন্ত্রণহীন যান চলাচল বন্ধ না হলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না।

সড়ক দুর্ঘটনা প্রতিনিয়তই জনজীবনকে বিপর্যস্ত করছে। বিশেষজ্ঞরা বলছেন, চালকদের সচেতনতা বৃদ্ধি, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন প্রয়োগ এবং নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালু রাখলেই দুর্ঘটনা অনেকাংশে হ্রাস করা সম্ভব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top