মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
“দুর্নীতিবাজদের ঠাঁই নাই, বৈষম্যহীন বাংলাদেশে” — এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা শহরের জিরো পয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন— সানাউল্লাহ সানা, ইয়াস রুক্সি, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, ওমর ফারুক, লাদেন হোসেন, ছোট বাবু, আলমগীর ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে দলিল নিবন্ধন প্রক্রিয়াকে জিম্মি করে রেখেছেন। সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও ঘুষ ছাড়া কোনো দলিল নিবন্ধন করা হয় না। প্রতিটি দলিলের বিপরীতে ১০ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
আয়োজক আনোয়ার হোসেন বলেন, “এই লুৎফর রহমান মোল্লা প্রতিটি দলিল করতে ঘুষ ছাড়া নড়েন না। তিনি ঢাকায় বিপুল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তার সমস্ত সম্পদের হিসাব নিয়ে তদন্ত করলে সত্য উন্মোচিত হবে।”
বক্তারা আরও বলেন, লুৎফর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। দলিল নিবন্ধনের মতো জনসেবামূলক কাজে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনকারীরা দ্রুত সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দাবি করেন এবং তাকে আইনের আওতায় আনার আহ্বান জানান।