মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ ফোরাম, ঢাকা’র সাধারণ সভা রবিবার রাতে ঢাকার পল্টনস্থ এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি এবং ০৯ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ মোঃ নূরুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক এডভোকেট মারুফুল ইসলাম মনোনীত হন।
নবগঠিত কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি যথাক্রমে এডভোকেট দেলোয়ার হোসেন, এ ভোকেট ইব্রাহিম খলিল, মাস্টার দুরুল হুদা, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ। সহকারী সেক্রেটারি যথাক্রমে ওয়াহিদ আল হাসান, আহসান হাবিব, আশফাকুল আশেকীন। সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, অর্থ সম্পাদক মাহফুজ আলম, সহ অর্থ সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুম, সহ দপ্তর সম্পাদক নুরুল আওয়াল, যুব ও ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, সহ সমাজকল্যাণ সম্পাদক জুলফিকার আলী, কর্মসংস্থান সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান সাহিদ, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ লিটিল, শিক্ষা গবেষণা মাহমুদুল হাসান, আইন সম্পাদক এডভোকেট ফাতহুল বারী, স্বাস্থ্যসেবা সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু, সহ স্বাস্থ্যসেবা সম্পাদক মোতাহার হোসেন, প্রকাশনা সম্পাদক মাসুম রেজা, প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল বাশির, উন্নয়ন সম্পাদক ইঞ্জিনিয়ার আহমদ আলী সুমন, সাংস্কৃতিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মাসুম, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আল আরাফাত হোসেন। নির্বাহী সদস্য যথাক্রমে মাহমাদ হাসান, মোয়াজ্জেম হোসেন ডগার, তরিকুল ইসলাম, আব্দুল হালিম, সারিউল ইসলাম রাজু, ইঞ্জিনিয়ার আবু সাইদ, এডভোকেট রইস উদ্দিন, লাভলু, আব্দুল মোহাইমিন এবং ডা. আব্দুল বাসির। এছাড়া উপদেষ্টা পরিষদে সদস্যরা হচ্ছেন ড. এম উমার আলী, আবু জাফর গিফারী, সেতাউর রহমান, অধ্যাপক আতাউর রহমান, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুসতাদার রহমান, ইঞ্জিনিয়ার শামসুল হক জহির, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা ও মো. শরিফুদ্দিন।
সভায় সমাপনী বক্তব্যে মোঃ নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ ফোরামের নবগঠিত কমিটির উপস্থিত সকল দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, এই দায়িত্ব একটি আমানত। জনগণের কল্যাণে নিঃস্বার্থ দায়িত্ব পালনই হচ্ছে সমাজ সেবা। আগামী তিন বছরের জন্য গঠিত এই কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, এমনভাবে কাজ করতে হবে যাতে করে ৫০ বছরের কাজ এগিয়ে নেওয়া যায়। আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়তে চাঁপাইনবাবগঞ্জ ফোরামকে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালনের আহ্বান জানান তিনি