মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ীসহ ৫ জন জুয়ারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ ও গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (২৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল সৈয়দপুর পৌরসভার ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টির একটি নির্জন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলায় মত্ত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—১। মমিনুর ওরফে বকড়ী (৪৮) ২। মোঃ আল আমিন (২৪) ৩। মোঃ আমিনুর ওরফে চায়না (২৪) ৪। মোঃ আরিফ (২০) ৫। মোঃ আল আমিন (১৮)
সকলেই ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টি এলাকার বাসিন্দা। অভিযানে দুই সেট তাস, জুয়ার নগদ ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া আটককৃত মমিনুর ওরফে বকড়ী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে গোয়েন্দা পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে স্টিলের আলমারির ভেতর থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
ঘটনার পর ডিবি পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। জুয়া খেলার ঘটনায় আটক ৫ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা নং-২৭, জিআর-১৭৬/২০২৫, ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে মাদক ব্যবসায়ী মমিনুরের বিরুদ্ধে একই থানায় মামলা নং-২৮, জিআর-১৭৭/২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আলাদা মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা আক্তার হোসেন বলেন,“সামাজিক অবক্ষয় রোধ ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, আটক আসামিদের সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।