নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান নিজের ও পরিবারের জীবননাশের শঙ্কা প্রকাশ করেছেন। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান দাবি করেন, “মুফতি আমির হামজা নামে একজন এবং মুক্তিযুদ্ধবিরোধী সংগঠন জামায়াতে ইসলামী প্রথমে আমার ‘ফজু পাগলা’ নামকরণ করে। আজকে সেই নামে স্লোগান দিয়ে আমার বাসার সামনে মব জাস্টিসের চেষ্টা চলছে।”
দেশের স্বাধীনতার জন্য ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধ করার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, “এই দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে কি না? আমি তো আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেয়, তোমাদের জন্য একটি স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য যুদ্ধ করেছিলাম।”
গত রোববার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর থেকে তার বাসার সামনে বিক্ষোভ চলছে। ফজলুর রহমান এ পরিস্থিতিকে ‘মব জাস্টিস’ বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, “যদি আমার কোনো কথায় তোমরা মনে করো, আমি দেশের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করা যায় কি?”
ফজলুর রহমান জানান, তার স্ত্রী পুলিশের সঙ্গে যোগাযোগ করায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসেছে, এমনকি সেনাবাহিনীও এসেছে। তবে তিনি প্রশ্ন তোলেন, “পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে খুব সম্মানজনক ব্যাপার? আমি একা একা দেশে চলতে পারব না?”
তিনি দলের কারণ দর্শানোর নোটিশের বিষয়ে বলেন, “এটা খুবই স্বাভাবিক ঘটনা। আমি তার উত্তর দলকে দেব। দল যা জানতে চায়, তা–ও আমি বলব। এখন পর্যন্ত আমি দলের মধ্যেই আছি।”
সংবাদ সম্মেলনের শেষে ফজলুর রহমান আবেগাপ্লুত হয়ে বলেন, “বাংলাদেশের মানুষ, আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি মুক্তিযুদ্ধ ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমি একজন মানুষ। আমার অধিকার আছে বেঁচে থাকার।”