২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রায়পুরায় মাদক বিরোধী অভিযানে দুইজনের জরিমানাসহ কারাদন্ড

সাদ্দাম উদ্দিন রাজ (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় এক মাদক ব্যবসায়ীকে ৬ মাস ও মাদকসেবীকে ২ মাসের কারাদন্ড প্রদান করছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে রায়পুরা উপজেলার রাজনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় কালা মিয়া (৪০) নামক একজন মাদক সেবিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয় এবং রুওশানা (৬০) নামে একজন মাদক ব্যবসায়ী মহিলাকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।

মাদকসেবি কালা মিয়াকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং মাদক ব্যবসায়ী রুওশানাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামীকে সাজা পরোয়ানা মূলে জেলে প্রেরণ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেন ও তার টিম অভিযানে সার্বিক সহায়তা করেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top