২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছেঁড়া টাকা নিয়ে বাকবিতন্ডায় দোকানদারের মৃত্যু

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জালমাছমারী এলাকায় বিকাশের দোকানে উঠানো ছেঁড়া ১০০ টাকা লেনদেন নিয়ে বাকবিতন্ডাকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক দোকানদারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবুল হোসেন শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।

জানা যায়, গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল নিহত বাবুলের ভাই নজরুল ইসলামের বিকাশের দোকান থেকে দুই হাজার টাকা ক্যাশআউট করে। এর দুই ঘন্টা পর আবারো দোকানে এসে ১০০ টাকার একটা ছেঁড়া নোট রয়েছে বলে ফেরত নেয়ার দাবি জানালে দুজনের বাকবিতন্ডা হয়।

এর কিছুক্ষণ পর বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১০-১৫ জন লোক নিয়ে দোকানে হামলা চালায়। ভাইকে বাঁচাতে গেলে হামলার শিকার হন বাবুল হোসেন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কিছুটা স্বাস্থ্যের উন্নতি হলে বাবুল হোসেনকে বাসায় নিয়ে যায় স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হলে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। রক্তশূন্যতার কারণে মৃত্যু বলে প্রাথমিক ধারনা চিকিৎসকদের। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top