মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা থানা শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীরসহ দুই দলের বিভিন্ন নেতাকর্মীরা।
আলোচনায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে বিজয়ী দেখতে চান তারা। দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের কল্যাণের কথা চিন্তা করে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মতবিনিময় সভায় বক্তারা ইসলামকে ভিত্তি করে দেশ পরিচালনার গুরুত্ব তুলে ধরে আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ার আহ্বান জানান।