২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে বাবুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুদি দোকানি বাবুল হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে একাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ইসরাইল মোড় ঘেরাও করে মানববন্ধর করেন এলাকাবাসী।

বক্তারা বলেন, একজন নিরিহ মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ আমরা দ্রুত এ হত্যাকান্ডের বিচার চাই।

এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলি, শিবগঞ্জ পৌর মসজিদের ঈমাম শামীম রেজা, বাবুল হোসেনের ছোট ভাই নজরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ২১ আগস্ট পৌর এলাকার বড় চক এলাকার গুমানের ছেলে আসাদুলের সাথে দোকানের ১০০ টাকা নিয়ে বাকবিতন্ডায় হয় বাবুল হোসেনের। পরে ১৫-২০ জন সন্ত্রাসী ডেকে নিয়ে মুদি দোকানি আবুল হোসের উপর হামলা করে আসাদুল ইসলাম । এতে গুরুত্বর আহত হন আবুল হোসেন। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ২৬ আগস্ট রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top