ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় পানিসারা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট ( বৃহস্পতিবার) বিকাল ৩ টায় বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে পানিসারা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর – ২ (ঝিকরগাছা – চৌগাছা) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি তার বক্তব্যে জামায়াতে ইসলামীর কর্মীদের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার আহ্বান জানান। জামায়াতে ইসলামী সবসময় নীতি ও আদর্শ নিয়ে কাজ করে। বাংলাদেশকে দুর্নীতি চাঁদাবাজ মুক্ত করতে হলে ইসলামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার বিকল্প নেই।
কর্মী সম্মেলনে পানিসারা ইউনিয়ন জামায়াত নেতা মাস্টার মিজানুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান। এ সময় আরো ও উপস্থিত ছিলেন বল্লা গ্রামের কৃত সন্তান ডা : মিজানুর রহমান, এ ছাড়া কর্মী সম্মেলনে ইউনিয়নের কর্মী বৃন্দ,দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক মহিলা কর্মীবৃন্দের উপস্থিতি দেখা যায়।
দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত জায়গায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীরা আনন্দ উৎসব মুখর প্রাণবন্ত পরিবেশে কর্মী সম্মেলনে আসে