খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার মন্ডতোষ ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিলে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মিদের গোপন ব্যালট পেপারে ভোটের মাধ্যমে সভাপতি পদে আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে নায়েব আলী নির্বাচিত হয়েছেন।
২৯ শে আগস্ট শুক্রবার রাত্রি আটটার বোয়াইলমারী সপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত মন্ডতোষ ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল শেষে ফলাফল ঘোষণা করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,শুক্রবার বিকাল ২ -৪টা পর্যন্ত মন্ডতোষ ইউপি’র নয়টি ওয়ার্ডের তৃনমূল পর্যায়ের ৪শ’৫৯ জন কাউন্সিলার তাদের প্রত্যক্ষ ভোটে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। প্রাপ্ত ভোটের ফলাফলে জানা গেছে, ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে আব্দুর রশিদ ২শ’৯৪ ভোট(ঘোড়া প্রতীক)পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন মাস্টার(আনারস প্রতীক)পেয়েছে ১শ’৪৫ ভোট।সাধারণ সম্পাদক পদে নায়েব আলী মাস্টার ২শ’২৪ ভোট(মোরগ প্রতীক)পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিন্নাত আলী(মাছ প্রতীক) পেয়েছেন ১শ’০৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম স্বপন ২শ'(মই প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আলম হায়দার পেয়েছেন ১শ’৩৯ ভোট।
নির্বাচনী ফলাফল ঘোষণার সময় উপজেলা বিএনপি’র আহবায়ক নূর মুজাহিদ স্বপন বলেন,বিএনপি’র তৃণমূলের কর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক নেতা নির্বাচন করায় সাধারণ মানুষ মানুষের মধ্যে গণতন্ত্র চর্চার মনোভাব জাগ্রত হয়েছে।