জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০২৫ সালের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির অফিসে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু। তিনি বলেন, এই সদস্য সংগ্রহ অভিযান শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও।
আরও উপস্থিত ছিলেন – দুমকি উপজেলা বিএনপির সদস্য মোঃ ফোরকান হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শাখাওয়াত, যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের সায়েম খা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ দুলাল সিকদার, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাগর হাওলাদার, ছাত্র দল নেতা মোঃ খালিদ হাসান (রাফি), মোঃ মাসুৃম জোমাদ্দার।
শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম মৃধা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান পরিচালনায় করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার আহম্মেদ নকিব মিয়া। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির মধ্য দিয়ে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।