৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে তরুণদের মাঝে তথ্য অধিকার আইন প্রচারে সনাকের ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে তরুণ প্রজন্মকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করতে সচেতন নাগরিক কমিটি (সনাক) এক বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকালে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের হলরুমে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় এই ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে-কলমে জানানো হয় তথ্য অধিকার আইন, ২০০৯-এর গুরুত্ব, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া ও অভিযোগ দায়েরের নিয়মাবলি। এর আগে তথ্য অধিকার আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি বলেন, “দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করা জরুরি। পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরও নিয়মিত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।”

সভায় আরও বক্তব্য দেন ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল হক। তিনি সনাককে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু। এছাড়া কলেজের শিক্ষক ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে তথ্য অধিকার আইনকে কার্যকরভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top