মাহফুজ রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক: ঐতিহ্যবাহী জাতীয় খো খো টিম অংশগ্রহণের জন্য শুধুমাত্র ব্যক্তি উদ্যোগে বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলো বরিশালের টিম।
টিম ম্যানেজার বলেন হতাশা ও ব্যর্থতা নিয়ে এই টিমের এবছ ঢাকার উদ্দেশ্যে যাত্রা। ৮ম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ ২০২৫ আগামীকাল ৫ সেপ্টেম্বর উদ্বোধন হয়ে চলবে ৭ সেপ্টেম্বর ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্ত হবে।
বরিশাল টিমের অংশগ্রহণের জন্য বরিশাল ক্রিড়া সংস্থার শুধু মাত্র কাগজপত্র ছাড়া আর কোন সহযোগিত করেনি এই প্রতিষ্ঠানটি।
এই টিমটি জাতীয় প্রতিযোগিতা অংশগ্রহণে নেই কোন জেলা পর্যায়ে প্রশিক্ষণ।
শুধুমাত্র টিম ম্যানেজার ও কোচ এর ব্যক্তি উদ্যোগে প্রশিক্ষণের দেওয়া হয়েছে উজিরপুর উপজেলার রূপায়ন সংস্কৃতি সংঘের মাঠে। জাতীয় টিমে অংশগ্রহণের সকল ব্যয়ের দায়িত্ব গ্রহণ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠান জেবিন ফ্যান লিমিটেড প্রতিষ্ঠানটি আনেক পূর্ব থেকে তাদের সীমিত আকারে ক্রীড়া শিক্ষা ও সাংস্কৃতিক অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কাজ করে আসছেন।
তারই ধারাবাহিকতায় বিলুপ্তপ্রায় খো খো খেলাটি ফিরিয়ে আনতে চায় বরিশালের মাটিতে। বরিশাল টিমের প্রশিক্ষক (কোচ) মাসুম বিল্লাহ রিপন জানান আমাদের টিম ঢাকার মাঠে ভালো খেলবে ইনশাল্লাহ।
টিম ম্যানেজার মোঃ :আব্বাস আলী তালুকদার টিম নিয়া ভিন্ন মত প্রকাশ করেন, তিনি বলেন বর্ষা মৌসুমে অনুষ্ঠিত খেলা গুলোতে খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি কারণ অর্থনৈতিক দৈন্যতা ও কর্তৃপক্ষের উদাসীনতা।
এখানে বরিশাল জেলা টিমকে জেলা ক্রীড়া সংস্থা থেকে অফিসিয়াল কাগজপত্র সরবরাহ ছাড়া তেমন কোন সাপোর্ট তারা দিচ্ছে না। যার ফলে দীর্ঘমেয়াদি কোন পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না। যেহেতু জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা চলছে
যারা গত জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল তারা অনেকেই বয়স বেড়ে যাওয়া এ বছর অংশগ্রহণ করতে পারছেন না। তাই নতুন অংশগ্রহণকরী এবছ গেলে প্রশিক্ষণ ছাড়াই। খেলোয়াররা পেশা হিসেবে নিতে না পারায় জীবিকার তাগিদে খেলা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।
কাজেই নতুন খেলোয়ারা নিয়েই এবারের টিম সাজানো হয়েছে।
উল্লেখ্য জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলার জন্য অন্যান্য বাহিনী এবং বিভিন্ন বিভাগের তুলনায় বরিশাল অনেকটা আগে থেকেই ব্যাকফুটে, কেননা এখানে খেলোয়ার তৈরীর ব্যাপারেও অনেকটা সীমাবদ্ধতা মধ্যে রয়েছে। তবে আশা করা যায় স্কুল কলেজে এ খেলার সম্পৃক্ততা বেশি হলে বরিশাল জেলাও অন্যান্য টিমকে বিট করা সম্ভব।
খো খো বাংলাদেশের একটি সম্ভাবনাময়ী খেলা অন্যান্য খেলার মত বরিশালের ছেলে- মেয়েরাও এ খেলার সম্পর্কের জেনে উৎসাহিত হয়ে অংশগ্রহণ ও সকলের সহযোগিতা থাকলে বরিশাল জেলার খেলোয়াড়েরাও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এমনটা আশা বরিশালবাসীর।
টিম ম্যানেজার ও দলের প্রশিক্ষক জানান, জেবিন ইন্ডাস্ট্রিজের উদ্যোগ -পৃষ্ঠপোষকতায় ও উজিরপুর রূপায়ন সাংস্কৃতিক সংঘের সার্বিক সহযোগিতায় টিন ঢাকার মাঠে নামবে আগামীকাল।