মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ
বরিশালের উজিরপুরে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইনকে সফল করতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর সকাল ১১ টায়, উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজমুস সাকিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিরা পারভিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হাসোন,সিনিয়র সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও প্রমূখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলাম জানান সরকার ০৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদেরকে টাইফয়েট টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি আওতায় আনা হয়েছে তারই আলোকে উজিরপুরে ৭২ হাজার ১শত ১৮ জনকে টিকা দেওয়া হবে। এ কর্মসূচি চলবে ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত।
এর মধ্যে দশ দিন দেওয়া হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাকী আট দিন দেওয়া হবে উপজেলার টিকাদান কেন্দ্রগুলোতে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কর্মসূচিকে সুস্থ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সর্বস্তরে প্রচারের অনুরোধ করেন। একই সাথে সকল প্রকার গুজব থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।