৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় পার্টি কার্যালয়ে হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি। শনিবার এক বিবৃতিতে দলটি বলেছে, জাতীয় পার্টির কার্যালয়ে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যাশায় জনমনে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে।

বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন। তিনি বলেন, এ ঘটনা গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্নমত থাকতেই পারে, তবে শক্তি প্রয়োগ করে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া স্বৈরাচারী মানসিকতার প্রকাশ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড চলবে কিনা বা দলটি টিকে থাকবে কিনা তা নির্ভর করে জনগণের ইচ্ছার ওপর। কিন্তু হামলা, হুমকি বা সহিংসতার মাধ্যমে ভয় সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top