নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সমর্থক হলেও যারা সৎ, ক্লিন ইমেজের অধিকারী এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
মোস্তফা বলেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যদি তার বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ না থাকে এবং তাকে যোগ্য প্রার্থী মনে করা হয়, তাহলে তাকে অবশ্যই জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হবে। ক্যান্ডিডেট ক্রাইসিস কাটিয়ে উঠতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। তবে যদি আরও শক্তিশালী ও ক্লিন ইমেজের প্রার্থী পাওয়া যায়, তবে তাকেও মনোনয়ন দেওয়া হবে।
তিনি বলেন, ফরিদপুর, গোপালগঞ্জসহ অনেক জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ প্রভাব রয়েছে। তবে সেখানে যদি যোগ্য ও সৎ কোনো প্রার্থী জাতীয় পার্টিতে যোগ দেন, তাকে মনোনয়ন দেওয়া হবে।
গণতন্ত্র রক্ষায় বিএনপির ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। মোস্তফা বলেন, যদি জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তবে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি, গণঅধিকার পরিষদ একসঙ্গে অবস্থান নেবে। আর বিএনপি যদি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি ছাড়া নির্বাচনে না যায়, তবে তারা একা হয়ে পড়বে। এতে নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, বিএনপিকে বিপদে ফেলতে স্বাধীনতাবিরোধী শক্তিগুলো চেষ্টা করছে। তারা চায়, বিএনপি যেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে না যায়। এর মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার ষড়যন্ত্র চলছে।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        