তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পৌরশহরে দিনের বেলায় টিন কেটে দোকানে প্রবেশ করে ৭ লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের কোর্ট রোড কলেজ গেইট এলাকায় অবস্থিত মেসার্স আলহাজ্ব রকিব স্টোর নামক মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে।দোকানের মালিক মো. ইসমাইল হোসেন জানান, জুমার নামাজের জন্য দোকান বন্ধ করে তিনি মৌলভীবাজার জেলা জামে মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন, দোকানের সিসি ক্যামেরার লাইন কাটা, ক্যাশের তালা ভাঙা এবং টিনের চালের পেছনের অংশ ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করা হয়েছে।
তিনি আরও জানান, ক্যাশ কাউন্টার খুলে দেখেন নগদ ৭ লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন নেই। এছাড়া দোকানের ভেতরে থাকা সিসি ক্যামেরার মেশিনটিও নিয়ে গেছে চোরেরা।
এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
দিনের আলোয় এমন সাহসী চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।