৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে ৪ দিন ধরে বাক প্রতিবন্ধী আরাফাত নিখোঁজ

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৩ নং সদর মুরাদনগর ইউনিয়নের করিমপুর গ্রামের ১৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী আরাফাত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আরাফাতের মা খাদিজা আক্তার ( ৩২ ) জানান গত বৃহস্পতিবার (০৪/০৯/২৫ ইং সেপ্টেম্বর ) সকাল আনুমানিক ১০,০০ ঘটিকায় কোম্পানীগঞ্জ উত্তরা ব্যাংকের পশ্চিমে কাঁচা বাজার সংলগ্নে আমি আমার ছেলে আরাফাত ( ১৫ ) কে নিয়া ফুট পাত থেকে গেঞ্জি ক্রয় করতে গিয়ে গেঞ্জি দেখতেছিলাম । গেঞ্জি হাতে নিয়ে পিছনের দিকে তাকাইয়া আমার ছেলে আরাফাত (১৫) কে না দেখিয়া আশে পাশে খোঁজাখুজি করতে থাকি । খোজ করিয়া না পাইয়া নিরোপায় হইয়া মাইকিং করিয়াও আমার ছেলের কোনো সন্ধান পাইতেছিনা । পরবর্তীতে আমি আমার সকল আত্বীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করিয়াও এখন পর্যন্ত আরাফাতের কোনো সন্ধান পাওয়া যায় নাই । আরাফাতের সন্ধানে মুরাদনগর থানায় তার মা খাদিজা আক্তার বাদী হয়ে একটি সাধারন ডায়রী করেছেন। যার SDR নং-১৫৫৩ তারিখ: ০৪.০৯.২০২৫ খ্রি। নিখোঁজ আরাফাত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার করিমপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

আরাফাতের( ১৫ ) গায়ের রং কালো, মুখমণ্ডল লম্বাটে, উচ্চতা অনুমান – ৫ ফুট ২ ইঞ্চি, পড়নে হাফ হাতা আকাশী রংয়ের গেঞ্জি এবং থ্রি কোয়াটার নেভী ব্লো পেন্টে পরিহিত ছিল ।

স্থানীয় এলাকাবাসী জানান আমরা বাক প্রতিবন্ধী আরাফাতের দ্রুত সন্ধান চাই । এলাকাবাসী আরোও জানান বাক প্রতিবন্ধী আরাফাতের উদ্ধারে দেশবাসীর সহযোগিতা চাই। কোন সহৃদয়বান ব্যাক্তি নিরীহ বাক প্রতিবন্ধী আরাফাতের সন্ধান পেলে ০১৩৪৪৯১২৪৫৮ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেলো ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top