৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট পাওয়ার অভিযোগ তুলেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। তার দাবি, এক ভোটার ভোট দিতে গিয়ে দেখেন ব্যালট পেপারে আগে থেকেই সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টিএসসি ভোটকেন্দ্রের টেবিল নম্বর ১-এ। রূপাইয়ার পরিচিত ভোটার লাবু রাখাইন বুথে গিয়ে ভোট দিতে চাইলে এই অনিয়ম লক্ষ্য করেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা জানান, ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশের পর এ ধরনের অভিযোগ দেওয়ার সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর সব ব্যালট পেপার পরীক্ষা করে দেখা হয়েছে, তবে কোথাও এমন কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনি বলেন, অভিযোগকারী ভোটার চাইলে ব্যালট হাতে নিয়েই বিষয়টি জানাতে পারতেন। তারপরও তাকে একটি নতুন ব্যালট পেপার দেওয়া হয়েছে। তার ভাষায়, সকাল সাড়ে ১০টার মধ্যেই টিএসসি কেন্দ্রে প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এটি হয়তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা অথবা শিক্ষার্থীর ভুল হতে পারে।

ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, এ ধরনের অনিয়ম ভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। বিএনপিপন্থি শিক্ষকদের উপস্থিতিতে বিষয়টি উত্থাপন করলে রিটার্নিং কর্মকর্তা ব্যাখ্যা দেন এবং আশ্বাস দেন যে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে।

নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তবে তাদের দাবি, সামগ্রিকভাবে ভোটগ্রহণ এখন পর্যন্ত উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশেই চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top