১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে শমশেরনগর কাজী বেকারী থেকে চুরি হলো ৪০০ বস্তা ময়দা, গ্রেফতার ২

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, সিলেট প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শমশেরনগর এলাকায় একটি ট্রাক থেকে ৪০০ বস্তা পুষ্টি ময়দা আত্মসাৎ করার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। এঘটনায় ২০ হাজার কেজি ময়দাসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

থানার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রো-ট ১২-৩৪২৬ নম্বরের একটি ট্রাক নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৪০০ ব্যাগ পুষ্টি ময়দা নিয়ে সিলেটের কালিঘাটের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ট্রাক চালক ও তার সহযোগীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী গন্তব্য পরিবর্তন করে ৭ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে কমলগঞ্জ থানার শমশেরনগর বাগান রোডের কাজী বেকারীতে ময়দার বস্তাগুলো নামিয়ে আত্মসাৎ করেন।

গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলার জালালাবাদ থানার চানপুর গ্রামের আক্তার আলী (৪৩) ও কুলাউড়া উপজেলার কাউকাপন গ্রামের রেজুয়ান হোসেন মান্না (২৫)। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ওবায়দুর রহমান জানান, বস্তাগুলো আনলোড করার পর কাজী বেকারির মালিকের কাছে বিক্রির চেষ্টা করা হলেও মালিক চালান ছাড়া কেন ময়দা গ্রহণ করলেন তা স্পষ্ট করতে পারেননি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল কবির বলেন, “গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়দা আত্মসাৎ করে বিক্রির উদ্দেশ্যে আনলোড করার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত ময়দার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশের এই সফল অভিযান এলাকার মানুষকে স্বস্তি দিয়েছে এবং ময়দা আত্মসাৎ প্রতিরোধে কঠোর বার্তা দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top