নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইতিহাস গড়লো ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান জয়লাভ করেছেন। ভিপি পদে সাদিক কায়েম মোট ১৪ হাজার ২৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট।
বুধবার ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে আটটি কেন্দ্রে। রাত পৌনে ২টা থেকে বিভিন্ন হলে পর্যায়ক্রমে ফল ঘোষণা শুরু হয়।
কেন্দ্রগুলো ছিল— কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব।
প্রতিটি হলে ভিপি ও জিএস পদের ভোটে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকেন। অমর একুশে, ফজলুল হক, শহীদুল্লাহ, সুফিয়া কামাল, ফজিলাতুননেছা মুজিব, জসিম উদ্দীন, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, সূর্যসেন, কুয়েত মৈত্রী, এএফ রহমান, মুহসীন, বিজয় একাত্তর, রোকেয়া, জহুরুল হক, সলিমুল্লাহ মুসলিম ও শামসুন্নাহার হলে সাদিক কায়েম ও এস এম ফরহাদ উল্লেখযোগ্য সংখ্যক ভোটে জয় পান।
রোকেয়া হলে সাদিক কায়েম সর্বোচ্চ ১ হাজার ৪৭২ ভোট পান। একই হলে জিএস পদে ফরহাদও শীর্ষে থাকেন ১ হাজার ১২০ ভোট পেয়ে।
তবে জগন্নাথ হলে পরিস্থিতি ছিল ভিন্ন। সেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম ১ হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। একই হলে জিএস পদে মেঘ মল্লার বসু ১ হাজার ১৭০ ভোট পেয়ে শীর্ষে আসেন।
সবমিলিয়ে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বড় ধরনের সাফল্য অর্জন করেছে।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        