১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় এনবিআরের অভিযান, শেখ হাসিনার লকার জব্দ

নিজস্ব প্রতিনিধি:

পূবালী ব্যাংক মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকার জব্দ করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সেনা কল্যাণ ভবনে অবস্থিত ব্যাংকটির শাখায় লকারটি জব্দ করে সিআইসির একটি বিশেষ টিম।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মতিঝিল করপোরেট শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

জানা গেছে, লকারটির নম্বর ১২৮। দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লকার সম্পর্কে সিআইসি অবগত হয়।

এনবিআরের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top