মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় ট্রাকচাপায় সুজন (৪৫) নামের এক অটোভ্যান চালকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২:৩০ মিনিটের দিকে দূর্গাপুর-শিবপুর সড়কের সিংগা বিল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নাজির মহুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন শিবপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক তার অটোভ্যানকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। মুহূর্তের মধ্যে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সুজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। পূর্বে তিনি একটি চুল কাটা সেলুন চালাতেন। তবে বাম পায়ের সমস্যার কারণে দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করা সম্ভব হয়নি। জীবিকার তাগিদে কিছুদিন আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি অটোভ্যান কিনে জীবিকা নির্বাহ শুরু করেন। সেই ভ্যান নিয়েই শেষ যাত্রায় বের হয়েছিলেন তিনি।
স্থানীয়রা জানান, সড়কের বেপরোয়া ট্রাক চলাচলের কারণেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে। সুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত সুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।