জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জমিজমার পূর্ববিরোধে প্রতিপক্ষকে মারধর ও ২লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী গ্রামের জোমাদ্দার বাড়িতে এ হামলা-মারধরের ঘটনাটি ঘটেছে। এঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার দুমকি সাতানী গ্রামের আলী আকবর জোমাদ্দারের ছেলে সালেমুল ইসলামের (৩৭) সাথে একই বাড়ির মৃত মোকছেদ আলী জোমাদ্দারের ছেলে আলী মাহমুদ জোমাদ্দারের (৪৮) জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে পূর্ববিরোধ চলছিল। সালেমুল ইসলাম জোমাদ্দার বিরোধী জমিতে বসত:ঘর (একতলা পাকা ভবন) নির্মাণ শুরু করলে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে।
দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ঘটনার দিন মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে সালেমুলের বয়স্ক বাবা আলী আকবর জোমাদ্দারকে একা পেয়ে প্রতিপক্ষ একইবাড়ির আলী মাহমুদ জোমাদ্দার, তার স্ত্রী বিউটি বেগমসহ পরিবারের লোকজনের তর্কবির্তকের এক পর্যায়ে বেধরক কিল, ঘুষি মেরে মাটিতে ফেলে লাথি মেরে জখম করে। এসময় আহতের ডাকচিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এলে অভিযুক্তরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এঘটনায় মঙ্গলবার রাতেই সালেমুল ইসলাম বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।