১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

০৫ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন, তজুমদ্দিনে টাইফয়েড টিকা নিয়ে সমন্বয় সভা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আগামী টাইফয়েড দিকাদান কর্মসূচি ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মহব্বত খান।

এছাড়া সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, প্রেসক্লাব আহ্বায়ক মীর সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও শিশুদের টিকার আওতায় আনতে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। এ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), গাভী (Gavi), পাথ (PATH), ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা অংশীদার হিসেবে কাজ করছে।

১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য আগামী ০৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি। তাই এ টিকা কার্যক্রমকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top