১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাবি ভিসির সঙ্গে বেয়াদবি করা সেই গণেশের প্রশংসায় নিপুণ রায়!

নিজস্ব প্রতিনিধি:

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে ছাত্রদলের একটি প্রতিনিধি দল উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে উপাচার্যের উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে। ঘটনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসসহ কয়েকজন নেতাকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। এ সম্পর্কিত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গণেশকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ঘটনার পর জামায়াতের কয়েকজন নেতা এবং এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে গণেশকে সমালোচনা করেন। তবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় তাঁর পক্ষে দাঁড়ান।

বুধবার এক ফেসবুক পোস্টে নিপুণ রায় লেখেন, “গণেশচন্দ্র রায় সাহস লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা কোনো বিপ্লবী নয়। তার নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর। সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি।”

তিনি আরও লেখেন, সাহস কোনো অন্যায় করেননি বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। হাসিনার শাসনামলে রাজপথে থেকে আন্দোলন করেছেন, অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছেন, বারবার কারাবরণ করেছেন এবং রিমান্ডে নির্যাতন সহ্য করেছেন। তবুও তিনি পিছু হটেননি।

নিপুণ রায়ের ভাষায়, “গণেশচন্দ্র রায় সাহস হঠাৎ করে উড়ে এসে নেতা হননি। গত ষোল বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়ে তিনি দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ও নিবেদিতপ্রাণ সৈনিক হিসেবে গড়ে উঠেছেন।”

পোস্টের শেষে নিপুণ রায় উল্লেখ করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে গণেশচন্দ্র রায় সাহসের প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top