১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ॥ থানায় মামলা

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণী (১৬)কে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগীর পিতার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং ৪ নথিভূক্ত করা হয়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী একজন শারীরিক প্রতিবন্ধী। সে চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের এক অসহায় হতদরিদ্র পিতার কন্যা। ধর্ষক জুয়েল মিয়া একই গ্রামের প্রতিবেশী আব্দুর রাশিদের পুত্র। জুয়েল মিয়া দীর্ঘ ছয়মাস যাবত ওই প্রতিবন্ধী তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে বিষয়টি ওই মেয়ে তাঁর নিজ পিতা-মাতাকে জানালে তাঁরা জুয়েল মিয়ার পিতা-মাতাকে বিষয়টি অবগত করেন।

এতে জুয়েল মিয়া ক্ষিপ্ত হয়ে ওই তরুনীর পরিবারের লোকদেরকে ভয়ভীতি দেখাইতে থাকে। একপর্যায়ে ৩১শে আগস্ট/২৫ইং সকাল ৯টার দিকে প্রতিবন্ধী তরুণীকে বাড়িতে একা পেয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষক ও ধর্ষকের পরিবারের লোকজন ঘটনাটি স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায়। কিন্তু ভোক্তভোগী পরিবার এর কোন সুরাহা না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top