১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাকসু নির্বাচনের ভোট গণনার সময় চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালীন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রীতিলতা হলে ভোট গণনার দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ দরজার সামনে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “রাতে ক্লান্তি এবং পোলিং এজেন্টদের অনুপস্থিতির কারণে সব হলের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। সকালে প্রীতিলতা হলের গণনা চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনি আর বেঁচে ফেরেননি।” তিনি আরও বলেন, এ ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

জান্নাতুল ফেরদৌস ২০১৬ সালে বিএফএ এবং ২০১৮ সালে এমএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি চারুকলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার বিষয়বস্তু ছিল চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে অংশ নিয়েছে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মোট ৮টি প্যানেল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top